বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিয়ে করেছেন। সোমবার, ঢাকা শহরের কাছাকাছি একটি রিসোর্টে তাঁদের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই বিশেষ মুহূর্তের ছবি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, যেখানে ভক্তরা তাঁদের সুখী দাম্পত্যের প্রথম glimpse দেখতে পান।
ছবিতে মেহজাবিন সাদা লহেঙ্গা পরেছিলেন, যা পুতি ও স্যিকুয়েসের কাজ দিয়ে অলঙ্কৃত ছিল। সোনালী মুক্তো এবং হীরের গয়নাতে তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছিল। অন্যদিকে, আদনান ছিলেন সোনার বোতাম দেওয়া চকোলেট রঙের শেরওয়ানিতে।
প্রেমের ১৩ বছরের যাত্রার কথা শেয়ার করে মেহজাবিন জানান, '৯ এপ্রিল ২০১২-এ এক মিষ্টি হাসির ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই দিন, শ্যুটিংয়ের সময় আমি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, আর তিনি রাস্তা থেকে আমাকে দেখে হাত নেড়ে ছিলেন। মাত্র ১৫ মিনিট কথা বলার পর আমরা হাত মিলিয়েছিলাম, কিন্তু ওই মুহূর্তেই আমি অনুভব করেছিলাম, আমার মনের এক টুকরো তার সঙ্গে চলে গিয়েছে।'
নায়িকা আরও বলেন, 'তারপর দেখতে দেখতে ১৩ বছর কেটে গেছে। একে অপরের পাশে থেকে আমরা বড় হয়েছি, সাফল্য উদযাপন করেছি, প্রতিটি বাধা অতিক্রম করেছি।'
চলতি মাসের ১৪ তারিখ, প্রেম দিবসে রাজীব ও মেহজাবিন আংটি বদল করেন বাংলাদেশের একটি রেস্টুরেন্টে। সে সময় মেহজাবিন লিখেছেন, 'আমরা আমাদের সম্পর্ককে চিরকালীন করে ফেলেছি। একে অপরকে হাতে ধরে সারাজীবন একসঙ্গে চলার প্রতিশ্রুতি দিয়েছি। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি।'
রবিবার গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যসহ বাংলাদেশের নানা তারকা।
Comments
Post a Comment